Police Investigation

কলেজ ছাত্র খুনে ধরা পড়েনি কেউ

মঙ্গলবার সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে রিষড়ার ৮ নম্বর ওয়ার্ডের বি এল মুখার্জি রোডের সুগলি গলিতে বাড়ির কাছেই দুষ্কৃতীরা তাকে ছুরির আঘাতে খুন করে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০৯:৩৯
রিষড়ায় খুন হওয়া যুবক অভিষেক পাসোয়ানের শোকার্ত পরিবার।

রিষড়ায় খুন হওয়া যুবক অভিষেক পাসোয়ানের শোকার্ত পরিবার। —নিজস্ব চিত্র।

ঠিক কী কারণে রিষড়ার বিধানচন্দ্র কলেজে বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অভিষেক পাসোয়ানকে (২২) খুন করা হল, তা নিয়ে ধোঁয়াশা কাটল না বুধবার রাত পর্যন্ত। পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি।

Advertisement

অভিষেক একটি রেশন দোকানে কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে রিষড়ার ৮ নম্বর ওয়ার্ডের বি এল মুখার্জি রোডের সুগলি গলিতে বাড়ির কাছেই দুষ্কৃতীরা তাকে ছুরির আঘাতে খুন করে। বাড়ির লোকেরা মনে করছেন, পরিকল্পনা করে অভিষেককে খুন করা হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত সাজার দাবি তুলেছেন তাঁরা এবং পড়শিরা। ঘটনার জেরে এলাকায় শোরগোল পড়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা জানিয়েছেন, নিহতের দিদি রিনা হাজরা ওই রাতেই রিষড়া থানায় লিঅভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের ধারায় মামলা রুজু করে তদন্ত চলছে। দোষীদের ধরার চেষ্টা চলছে। কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘কী কারণে খুন বা কারা এর সঙ্গে যুক্ত, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।’’

স্থানীয়েরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। অভিষেকদের গলির রাস্তা ফাঁকা ছিল। পরিবারের লোকজনের অভিযোগ, সেই সুযোগে দুষ্কৃতীরা তাঁর পিছু নেয়। পিছন থেকে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে পেট ফালাফালা করে দেয়। শরীরের অন্য জায়গাতেও আঘাত করে। একটি বাড়ির দরজা ধরে অভিষেক বাঁচার চেষ্টা করেও পারেননি। তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। বুধবার ওয়ালশ হাসপাতালে অভিষেকের দেহের ময়না তদন্ত করা হয়। এলাকায় ভাল ছেলে বলে পরিচিত ছিলেন অভিষেক।

অভিষেকের দিদির দাবি, তাঁর ভাই ঝুটঝামেলায় থাকতেন না। কারও সঙ্গে মুখ তুলে কথা বলতেন না। মঙ্গলবার দিনভর ঘরে ছিলেন। বিকেল সাড়ে ৪টে নাগাদ কাজে বেরোন। তাঁর অভিযোগ, অভিষেককে ‘টার্গেট’ করে মারা হয়েছে। একাধিক জন মেরেছে। না হলে ভাল চেহারার অভিষেককে কারও একার পক্ষে কাবু করা সম্ভব ছিল না।

Advertisement
আরও পড়ুন