Viral Video

রাস্তায় বেলুন নিয়ে খেলছে ভালুকছানা, খুদের কাণ্ড দেখে থমকে গেল ট্র্যাফিক! রইল মন ভাল করা ভিডিয়ো

বেলুন নিয়ে খেলার সময় তা ভালুকছানার হাত ফসকে হাওয়ায় উড়ে যায়। দুঃখ পেয়ে আবার রাস্তা থেকে সরে যায় সে। ভালুকছানার কাণ্ড দেখে তার কাছে ফিরে যায় মা ভালুক। খুদেকে আদর করতে শুরু করে সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৯
Baby bear plays with balloon on road, traffic stops for enjoying the moment

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

দু’ধারে ঘন জঙ্গল। মাঝখানে পাকা রাস্তা। সেই রাস্তা দিয়েই দ্রুত গতিতে ছুটছিল একের পর এক গাড়ি। তবে ভালুকছানার খেলা দেখবে বলে থমকে গেল ট্র্যাফিক। রাস্তার এক ধারে বেলুন নিয়ে খেলছিল এক ভালুকছানা। সেই বেলুন নিয়ে খেলতে খেলতে রাস্তায় নেমে পড়েছিল সে। সঙ্গে ছিল মা ভালুকও। দুই ভালুককে দেখে রাস্তায় থমকে গেল ট্র্যাফিক। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘এজ.স্ট্রিম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গল থেকে বেরিয়ে এসেছে দুই ভালুক। মা ভালুকের সঙ্গে রয়েছে তার শাবক। রাস্তার ধারে আটকে থাকা একটি লাল বেলুন নজরে পড়ে ছোট্ট ভালুকটির। তা নিয়েই খেলায় মেতে ওঠে সে। বেলুনের উপর লাফিয়ে নেমে পড়ে ভালুকছানা। তার পেটের কাছে বেলুনটি নিয়ে এসে ধরার চেষ্টা করে। তত ক্ষণে মা ভালুকটি রাস্তা পার করে ফেলেছে। রাস্তা দিয়ে ছুটে আসছিল একের পর এক গাড়ি। রাস্তায় দুই ভালুককে দেখে থেমে যায় গাড়িগুলি।

বেলুন নিয়ে খেলার সময় তা ভালুকছানার হাত ফসকে হাওয়ায় উড়ে যায়। দুঃখ পেয়ে আবার রাস্তা থেকে সরে যায় সে। ভালুকছানার কাণ্ড দেখে তার কাছে ফিরে যায় মা ভালুক। খুদেকে আদর করতে শুরু করে সে। অন্য দিকে, উড়ে যাওয়া বেলুনটির দিকে হাঁ করে তাকিয়ে থাকে ভালুক শাবক। ভালুক দু’টি রাস্তার ধারে পৌঁছে গেলে ধীর গতিতে গাড়িগুলি চলতে শুরু করে।

ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে তাতে ভালবাসা এঁকে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। ভিডিয়োটি দেখে এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘বাচ্চা ভালুকটিকে দেখে মন ভাল হয়ে গেল।’’ ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘আইটি’ নামের হরর ঘরানার হলিউডি ছবিতে লাল বেলুনের একাধিক দৃশ্য ছিল। সেই প্রসঙ্গ টেনে এক নেটব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘সামলে থেকো। এখুনি পেনিওয়াইস চলে আসবে।’’

Advertisement
আরও পড়ুন