viral video of monkey

নেই একটি পা, পাত্তা না দিয়ে মানুষের মতো দু’পায়ে দৌড়! ভাইরাল ‘বাঁদরামি’র ভিডিয়ো

বাঁদরের সেই দৌড়ের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। বিদেশের একটি নেচার পার্কে দেখা মিলেছে এই বাঁদরটির।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১০:৫৪

ছবি: সংগৃহীত।

মানুষের মতো দু’পায়ে হাঁটছে বাঁদর। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। দুর্ভাগ্যবশত এই বাঁদরটি অঙ্গহারা। তাতেও ‘কুছ পরোয়া নেহি’ মনোভাব তার। শারীরিক ত্রুটিকে হেলায় জয় করে দু’পায়ে সাঁই সাঁই ছুটে বেড়াচ্ছে প্রাণীটি। বাঁদরের সেই দৌড়ের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। বিদেশের একটি নেচার পার্কে দেখা মিলেছে এই বাঁদরটির। এক্স সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে তাতে লেখা হয়েছে ‘একটি পা হারিয়ে বাঁদরটি দু’পায়ে হাঁটতে শিখেছে’।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, গাছপালা ঘেরা একটি পাথুরে ধাপ দিয়ে দু’পায়ে হেঁটে আসছে বাঁদরটি। অপ্রত্যাশিত কিছু দেখে সে হাঁটা থামিয়ে উল্টো দিকে ঘুরে দৌড়তে শুরু করে। বাঁদরটির ডান দিকের একটি পা নেই। সেই অবস্থাতেও সে দিব্যি দু’পায়ে দৌড়তে থাকে। বাঁদরটিকে দৌড়ে আসতে দেখে এক দম্পতি রাস্তার এক পাশে থমকে দাঁড়িয়ে পড়েন। তা দেখে প্রাণীটিও দৌড়ের গতি কমিয়ে ওই দম্পতির দিকে তাকিয়ে হাঁটতে থাকে। ১৯ সেকেন্ডের সেই ভিডিয়োটি ঠিক কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি। নভেম্বর মাসে ‘তানসু ইয়েজেন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট হওয়া এই ভিডিয়োটি এক লক্ষ বারের বেশি দেখা হয়েছে। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

বাঁদরের এই কাণ্ড দেখে অবাক হয়েছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘প্রাণীটি একদম মানুষের মতো দৌড়চ্ছে।’’আর এক জন যোগ করেছেন, বানরটি তাঁর চেয়েও দ্রুত দৌড়য়।

Advertisement
আরও পড়ুন