Bizarre Incident

যেন বাস্তবের ‘ফাইনাল ডেস্টিনেশন’! গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে সাহায্য চাইতে গিয়ে পরক্ষণেই মহিলার মৃত্যু কুয়োয় পড়ে

শার্লির মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সমাজমাধ্যমেও বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে। বৃদ্ধার মর্মান্তিক পরিণতির কথা শুনে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১২:৩৫
American woman survives accident, dies sometimes later by falling in a deep well

ছবি: সংগৃহীত।

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ রক্ষা পেয়েছিল অল্পের জন্য। কিন্তু মৃত্যু সেই এলই। পরক্ষণেই কুয়োয় পড়ে মারা গেলেন মহিলা। মর্মান্তিক সেই ঘটনাটি শনিবার আমেরিকার জর্জিয়া স্টেটের মনরো কাউন্টিতে ঘটেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৬৭ বছর বয়সি ওই মহিলার নাম শার্লি ওবার্ট। স্বামী এবং চার সন্তানকে নিয়ে সংসার ছিল তাঁর।

Advertisement

জানা গিয়েছে, বেসরকারি সংস্থায় কর্মরত শার্লি শনিবার গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোলেও আর ফিরে আসেননি। উদ্বিগ্ন হয়ে তাঁর পরিবারের সদস্যেরা পুলিশের দ্বারস্থ হন। জর্জিয়ার মনরো কাউন্টি শেরিফের অফিসের তরফে ফেসবুকে পোস্ট করে শার্লির নিঁখোজ থাকার বিষয়টি জানানো হয়। এ-ও জানানো হয়, অক্সফোর্ড রোড এবং অ্যাবারক্রম্বি রোডের কাছাকাছি কোনও জায়গা থেকে নিখোঁজ হয়েছেন বৃদ্ধা। কারণ ওই এলাকাতেই তাঁকে শেষ বার দেখা গিয়েছিল। এর পর রবিবার ওই এলাকার একটি কুয়োর ভিতর থেকে শার্লির দেহ উদ্ধার হয়। কিন্তু কী ভাবে মারা গেলেন মহিলা?

বিষয়টি নিয়ে তদন্তের শেষে প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন শার্লি। কিন্তু তিনি বেঁচে যান। গাড়ি নিয়ে একটি ঝোপের মধ্যে পড়ে যান তিনি। এর পর সাহায্যের জন্য এগিয়ে যাওয়ার সময় ঝোপের ধারে থাকা একটি অব্যবহৃত গভীর কুয়োয় পড়ে যান। কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর। সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে তেমনটাই উঠে এসেছে।

শার্লির মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সমাজমাধ্যমেও বিষয়টি নিয়ে হইচই পড়ে গিয়েছে। বৃদ্ধার মর্মান্তিক পরিণতির কথা শুনে দুঃখপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে হলিউডের ছবি ‘ফাইনাল ডেস্টিনেশন’-এর সঙ্গে ঘটনাটির তুলনা করেছেন।

Advertisement
আরও পড়ুন