ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কনকনে ঠান্ডায় জমে গিয়েছে হ্রদ। বরফে জমা হ্রদেই জমে গিয়েছে সেখানকার অ্যালিগেটরেরাও। বরফের উপর নাক উঁচিয়ে রয়েছে তারা। বাকি শরীর ডুবে রয়েছে হ্রদের নীচেই। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘মিস্টার কমনসেন্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, বরফে জমা হ্রদে আটকে পড়েছে কয়েকটি অ্যালিগেটর। তাদের পুরো শরীরই হ্রদের নীচে ডুবিয়ে রয়েছে। তবে সকলেই নিজেদের নাক বরফের উপর উঁচু করে রেখেছে। ঘটনাটি আমেরিকার টেক্সাসের একটি হ্রদে ঘটেছে।
আসলে ঠান্ডায় জল জমে গেলে অ্যালিগেটরেরা এ ভাবেই জমে যাওয়া বরফের উপর নাক উঁচু করে রাখে। এর ফলে তাদের শরীর ঠান্ডায় জমে গেলেও শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে সমস্যা হয় না। শীতকালে বরফজমা হ্রদের মধ্যে তাদের বেঁচে থাকার উপায় এ রকমই। ভিডিয়োটি দেখার পর এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘প্রকৃতির এমন অনেক নিয়ম রয়েছে যা দেখলে সত্যিই অবাক হতে হয়।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘ভিডিয়োটি দেখে ভয়ও লাগছে। আবার অভিভূত হয়েও পড়ছি।’’