Viral Video

পোশাক বদলানো যাবে না! অভিনব বিজ্ঞপ্তি দিল দোকান, বয়ান দেখে হেসে গড়াগড়ি নেটাগরিকেরা

বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘‘মায়ের পছন্দ হয়নি, বাবা পরতে দিচ্ছেন না। কোনও কারণেই এই দোকানে জামাকাপড় বদলানো যাবে না।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৫
অভিনব বিজ্ঞপ্তি।

অভিনব বিজ্ঞপ্তি। —ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দোকান থেকে জামা কেনার কিছু দিন পর তা আবার ফিরিয়ে দেন অনেক ক্রেতা। দোকানের মালিকদের একাংশের দাবি, কেউ কেউ নতুন জামা ব্যবহার করার পর ফিরিয়ে দিতে আসেন। তাঁদের কাছে তখন থাকে অজুহাতের ঝুলি। কেউ বলেন, ‘‘আমার মায়ের এই পোশাকটি পছন্দ হয়নি।’’

Advertisement

আবার কেউ বলেন, ‘‘এই পোশাক পরার অনুমতি দেননি আমার বাবা।’’ এই ধরনের কারণ দেখিয়ে কেনা জামা আবার দোকানে ফেরত দিতে চলে যান ক্রেতারা। তাই দোকানের সামনে বিজ্ঞপ্তি লাগিয়ে নতুন নিয়ম শুরু করেছেন দোকানের মালিক। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়ে সেই বিজ্ঞপ্তির ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

ঘটনাটি উত্তরপ্রদেশের আগরার একটি কাপড়ের দোকানের। সেই দোকানে একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে রেখেছেন মালিক। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘‘মায়ের পছন্দ হয়নি, বাবা পরতে দিচ্ছেন না। কোনও অজুহাতেই এই দোকানে জামাকাপড় বদলানো যাবে না।’’ বিজ্ঞপ্তি দেখে সমাজমাধ্যমে নেটব্যবহারকারীদের মধ্যে হাসির রোল ওঠে। কেউ কেউ আবার ক্ষোভপ্রকাশ করে মন্তব্য করেছেন, ‘‘জামাকাপড় বদলানোর সমস্যার জন্যই আমি অনলাইন থেকে কেনাকাটা করি।’’

Advertisement
আরও পড়ুন