ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বিয়ের অনুষ্ঠানের আগে হবু কনের দু’হাত মেহন্দির নকশায় ভরিয়ে দেওয়া রীতির মধ্যে পড়ে। শুধু তা-ই নয়, বিয়ে ছাড়াও অন্য কোনও অনুষ্ঠান উপলক্ষে মেহন্দি পরতে পছন্দ করেন মহিলারা। সেই মেহন্দির নকশাই আঁকা হল বাঁদরছানার হাতে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিছানার উপর পা ছড়িয়ে বসে রয়েছে একটি ছোট্ট বাঁদর। তার হাতে পরানো হচ্ছে মেহন্দি। বাঁদরের পাশে আরও অনেকেই বসে রয়েছেন। এক হাতে মেহন্দি পরানো শেষ হয়ে গেলে অন্য হাতেও নকশা আঁকা শুরু করেন শিল্পী। তখনই অবাক হয়ে হাতের তালুতে আঁকা মেহন্দির নকশা পরখ করে দেখে বাঁদরটি।
শান্ত হয়ে বসে অন্য হাতেও মেহন্দি পরে সে। ঘটনাটি কোথায় ঘটেছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি, বাঁদরটি কারও পোষ্য কি না, কোন অনুষ্ঠান উপলক্ষে মেহন্দি পরানো হচ্ছে— কিছুই জানা যায়নি ভিডিয়ো থেকে।
তবে বাঁদরের মেহন্দি পরার ভিডিয়ো দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীরা। কেউ বলেছেন, ‘‘বাঁদরটি খুব মিষ্টি।’’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘‘ভিডিয়োটি দেখে আমার মন ভরে গেল।’’