ছবি: সংগৃহীত।
রেলস্টেশনে গভীর রাতে আশ্রয় নেওয়া যাত্রীদের গায়ে ঠান্ডা জল ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল রেলকর্মীদের বিরুদ্ধে। শীতের রাতে প্ল্যাটফর্ম পরিষ্কারের জন্য তাঁদের গায়ে জল ঢেলে জাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। লখনউয়ের চারবাগ স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীদের গায়ে জল ছিটিয়ে দেওয়ার সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটমাধ্যম ব্যবহারকারীদের। ঘটনাটি গত সপ্তাহের। ইনস্টাগ্রামে ভিডিয়োটি ২৮ ডিসেম্বর পোস্ট করা হয়েছিল। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি দেখে ক্ষোভে ফুঁসছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। শীতের রাতে ঘুমন্ত যাত্রীদের গায়ে জল ছিটিয়ে তাঁদের তুলে দেওয়ার ঘটনাকে তাঁরা অমানবিক বলে মনে করছেন।
‘এনজিও ইনোভেশন ফর চেঞ্জ’ নামের ইনস্টা অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে, রেলওয়ে প্ল্যাটফর্ম সাফাইকর্মীরা পাইপ ও মগে করে জল ছিটিয়ে দিয়ে যাত্রীদের ঘুম থেকে তুলে দিচ্ছেন। আচমকা গায়ে জল পড়তে তাঁরা উঠে পড়তে বাধ্য হন। প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলে তাঁর দ্রুত নিজেদের জিনিসপত্র গোছাতে থাকেন। পরে রেলের এক সুপারভাইজ়ার জানান, প্ল্যাটফর্ম পরিষ্কার করার পর তাঁদের আবার বিশ্রাম নিতে বলা হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমাজমাধ্যমে। অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন মন্তব্য বিভাগে। যাত্রীদের প্রতি বিন্দুমাত্র সংবেদনশীলতা না দেখানোর জন্য রেলকর্মীদের নিন্দা করেছেন অনেকেই। অনেকে আবার প্ল্যাটফর্মে যাত্রীদের শুয়ে থাকা নিয়ে সমালোচনা করেছেন। এক জন লিখেছেন, ‘‘রেলওয়ে স্টেশন ঘুমনোর জায়গা নয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘প্ল্যাটফর্ম পরিষ্কার করা দরকার। তা না হলে আবার সকলে বলতে শুরু করবেন রেল পরিচ্ছন্নতায় নজর দেয় না।’’