‘এই শহর জানে আমার প্রথম সব কিছু’, আদর্শ প্রেমের জায়গা বলে আছে কি কিছু এ শহরে? দু’টো অচেনা মানুষ, অচেনা মন কী ভাবে পরস্পরকে চিনতে শেখে? একে অপরের পছন্দ-অপছন্দগুলো জানতে জানতেই তৈরি হয় সম্পর্কের রসায়ন। কিছু স্মৃতি আজীবন থেকে যায় মনের মণিকোঠায়। শীতের এক ভোরে কলকাতার পথে-ঘাটে হাঁটলেন শ্যামৌপ্তি-রণজয়।