Viral Video

বিড়াল ও সাপের হঠাৎ দেখা! ঘুমপ্রেমী মার্জারের গা বেয়ে উঠল মস্ত সাপ, তার পর...

ছোট্ট বিড়ালের গভীর ঘুমের সুযোগ নিল ‘দুষ্টু’ সাপ। বেয়ে উঠে পড়ল তার গায়ে। বিড়াল ও সাপের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩০
cat and snake

ছবি: ফেসবুক থেকে নেওয়া।

রাস্তার পাশে রাখা রয়েছে একটি ভাঙাচোরা চেয়ার। সেটির উপর মনের সুখে ঘুমোচ্ছে একটি বিড়াল। গভীর ঘুমে এমনই মগ্ন যে, আশপাশে কী হচ্ছে সেই বিষয়ে কোনও খেয়াল নেই তার। ছোট্ট বিড়ালের এই ঘুমেরই সুযোগ নিল ‘দুষ্টু’ সাপ। বেয়ে উঠে পড়ল তার গায়ে। বেড়াল ও সাপের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে পড়ে থাকা একটি চেয়ারের উপর শুয়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছে একটি পুচকে বিড়াল। চেয়ারটি দেখে বোঝাই যাচ্ছে সেটি আর ব্যবহারের যোগ্য নয়। কিন্তু মানুষের বাতিল করা চেয়ার বিড়ালের শয্যা হিসাবে কাজে এসেছে। সেখানে শুয়েই গভীর ঘুমে মগ্ন বিড়ালটি। ঘুম এতটাই গাঢ়, যে আশপাশে কী হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে হুঁশ নেই পুচকে মার্জারের। ঘুমন্ত বিড়ালের নরম দেহের উপর শীতল শরীর দুলিয়ে উঠে এল একটি মস্ত বড় সাপ। বিড়ালের গায়ের উপরেই ঘুরে বেড়াতে থাকল সাপটি। কিন্তু ঘুমপ্রেমী বিড়াল কিছুই টের পেল না। গায়ে সুড়সুড়ি লাগায় একটু নড়ে আবার ঘুমিয়ে পড়ল বিড়ালটি। বিড়ালের নড়াচড়ায় সাপটির একটু অসুবিধা হল। চলতে চলতে বিড়ালের গায়ের উপর থেকে চেয়ারে পড়ে গেল সাপটি। কিন্তু বিড়ালটি ঘুমের ঘোরে তার সামনের থাবা দিয়ে আঁকড়ে ধরে সাপটিকে নিজের কাছে টেনে নিল। মুখে সাপের শীতল শরীরের স্পর্শ পেয়ে ঘুম ভাঙল বিড়ালটির। তখনই সাপটিকে দেখে চেয়ার থেকে লাফ মেরে নীচে নেমে গেল সে। ঘুমন্ত বিড়াল ও সাপের সেই হঠাৎ দেখার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ভেরি ইম্পর্ট্যান্ট পেট ম্যাগাজ়িন’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। ঘুমন্ত বিড়ালের কাণ্ড দেখে বহু নেটাগরিক মজা পেয়েছেন। বিড়ালটির ঠিক সময়ে ঘুম না ভাঙলে কী হত সেটা ভেবে চিন্তা প্রকাশ করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন