ছবি: সংগৃহীত।
কোনও দিনও চোখ মেলবে না সন্তান। মায়ের কোলের কাছে ঘেঁষে উঠে দাঁড়াবেও না আর। সন্তানহারা মায়ের মন মানতে চায়নি কঠিন সত্যিটা। হলই বা বনের পশু। সন্তান হারানোর কষ্ট যে তাদেরও হয়। এমনই এক মর্মান্তিক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশিত হয়েছে যা দেখে থমকে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। একটি মা হাতি তার মৃত সন্তানের দেহ টেনে নিয়ে চলেছে জঙ্গলের ভিতর দিয়ে। প্রবীণ কাসওয়ান নামের এক বন দফতরের আধিকারিক সেই ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করেছেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের নজর কেড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে মা হাতিটি সন্তানকে বারবার জাগিয়ে তোলার চেষ্টা করছে ক্রমাগত। শুঁড়ে করে শাবকটির দেহ তুলে টেনে নিয়ে চলেছে মা হাতিটি। কাসওয়ান তার পোস্টে লিখেছেন, ‘‘হস্তিশাবকের মৃত্যু হয়েছে কিছুতেই বুঝতে চাইছে না মা হাতি। মাঝে মাঝে কয়েক দিন ধরেই সে সন্তানের মৃতদেহটি টেনে চলেছে। আমাদের মতো তারাও মানবিক।’’ হাতিদের মধ্যে এ ধরনের মানবিক আচরণ খুব একটা অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন কাসওয়ান। কারণ তাঁর অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, দলের কোনও হাতি মারা গেলে পুরো হাতির দল সেই মৃত্যুতে সার বেঁধে শবযাত্রার বের করতে থাকে। ভিডিয়ো দেখে একজন সমাজমাধ্যম ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘‘এক জন মায়ের কাছে তার সন্তানের প্রতি ভালোবাসার মতো কিছুই নেই।’’