Varun Dhawan

বছরের শুরুতেই নতুন ঠিকানা বরুণ-নাতাশার! আরব সাগরের তীরে বাড়ি কিনতে কত খরচ হল?

মুম্বইয়ের জুহুতে বরুণ ও নাতাশার এই নতুন ঠিকানা। বিলাসবহুল বহুতলের সাত তলায় বরুণ-নাতাশার ফ্ল্যাট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১১:৫৮
Varun Dhawan and his wife Natasha Dalal has bought a new apartment near Juhu beach

নতুন বছরে নতুন বাড়ি বরুণ-নাতাশার। ছবি: সংগৃহীত।

নতুন বছরে নতুন ঠিকানা বরুণ ধওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দলালের। গত বছরও অবশ্য স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করেছিলেন তাঁরা। বছরের শুরুতেই সেই তালিকায় যোগ হল আরও একটি বাসস্থান। ২০২৫-এর ৩ জানুয়ারি নতুন আবাসের ‘স্ট্যাম্প ডিউটি’ সংক্রান্ত কাজ সম্পূর্ণ করেছেন তাঁরা।

Advertisement

মুম্বইয়ের জুহুতে বরুণ ও নাতাশার এই নতুন ঠিকানা। বিলাসবহুল বহুতলের সাত তলায় বরুণ-নাতাশার ফ্ল্যাট। ৫১১২ বর্গফুটের এই ফ্ল্যাট ৪৪.৫২ কোটি টাকা দিয়ে কিনেছেন দম্পতি। ‘স্ট্যাম্প ডিউটি’র জন্য খরচ হয়েছে ২.৬৭ কোটি টাকা। নতুন বাড়ি কেনার সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছেন তাঁরা। বহুতলে রয়েছে সমস্ত রকমের আধুনিক ও উন্নত মানের সুবিধা। এই এলাকাতেই রয়েছে বলিউডের একাধিক তারকার বাস। এই এলাকায় প্রতি বর্গফুটের মূল্য ৮৭,০৮৯ টাকা।

২০২৪-এর ৩ জুন বরুণ ও নাতাশার কোলে এসেছে প্রথম সন্তান— লারা। তার আগে থেকেই শোনা যাচ্ছিল, সন্তান আসার পরে নতুন বাড়িতে পা রাখবেন বরুণ। প্রথমে শোনা গিয়েছিল জুহুতে সমুদ্রের ধারে হৃতিক রোশনের একটি বাড়ি ভাড়া নেবেন বরুণ ও নাতাশা। কিন্তু নতুন বছরে নিজেদের জন্য নতুন বাড়ি কিনেছেন তাঁরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বরুণ জানিয়েছিলেন, মা হতে চলেছেন স্ত্রী নাতাশা। বিয়ের আগে টানা ১৪ বছরের প্রেম ছিল বরুণ ও পেশায় পোশাকশিল্পী নাতাশার মধ্যে। ২০২১ সালের ২৪ জানুয়ারি নাতাশার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বরুণ। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে বরুণের ছবি ‘বেবি জন’। ছবিতে রয়েছেন জ্যাকি শ্রফ, ওয়ামিকা গব্বি ও কীর্তি সুরেশও। যদিও বক্স অফিসে সেই ভাবে সাড়া ফেলতে পারেনি এই ছবি।

Advertisement
আরও পড়ুন