Triptii Dimri

‘শ্রদ্ধার স্নিগ্ধতা ছিল, তৃপ্তির সাহস বাড়াবাড়ি’, বড় ক্ষতির মুখে ‘অ্যানিম্যাল’ অভিনেত্রী!

গত কয়েকটি ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তৃপ্তি। তাই দর্শক আর তাঁকে সহজ সরল নায়িকার চরিত্রে গ্রহণ করবে না বলে মনে করছেন নির্মাতারা!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১১:৫০
Tripti Dimri is removed from Ashiqui 3 as the makers think there is lack of innocence in her face

শ্রদ্ধার মতো সারল্য নেই তৃপ্তির মুখে? ছবি: সংগৃহীত।

বলিউডের মোড় ঘুরিয়েছিল ‘আশিকি ২’। বহু বছর পরে বক্স অফিসে আলোড়ন ফেলেছিল এই নিখাদ প্রেমের কাহিনি। শ্রদ্ধা কপূর ও আদিত্য রয় কপূরের রসায়নে মুগ্ধ হয়েছিল ২০১৩-র দর্শক। ছবির একাধিক গান আজও রয়েছে হিট তালিকায়। তাই এই ছবির সিকুয়েল ‘আশিকি ৩’ নিয়ে প্রথম থেকেই মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। জানা গিয়েছিল, পরের ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি ডিমরি। কথাবার্তাও সেই মতো এগিয়েছিল দুই তারকার সঙ্গে। কিন্তু ‘আশিকি ৩’ থেকে হঠাৎই বাদ পড়লেন তৃপ্তি।

Advertisement

১৯৯০ সালে মুক্তি পেয়েছিল এই সিরিজ়ের প্রথম ছবি ‘আশিকি’। অভিনয় করেছিলেন রাহুল রায় ও অনু আগরওয়াল। এই ছবির জুটি ও গানও সাড়া ফেলেছিল। তবে শ্রদ্ধা-আদিত্যের ‘আশিকি ২’ ছাড়িয়ে গিয়েছিল প্রথম ছবির জনপ্রিয়তা। এই সাফল্যের পিছনে শ্রদ্ধা কপূরের সারল্যে ভরা মুখ ছিল অন্যতম হাতিয়ার। দর্শকের মন কেড়েছিল নায়িকার নিষ্পাপ সৌন্দর্য। সেই সারল্যই নাকি অমিল তৃপ্তির মুখে! সেই জন্যই ‘আশিকি ৩’ থেকে বাদ পড়লেন অভিনেত্রী।

ছবির নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগের দুই ছবির অভিনেত্রী, অর্থাৎ অনু আগরওয়াল ও শ্রদ্ধা কপূরের মুখে ছিল সারল্যের ছাপ। তৃপ্তির মুখও অনেকটা তেমনই। তাই প্রাথমিক ভাবে তাঁকে বাছা হয়েছিল এ চরিত্রের জন্য। কিন্তু গত দু’বছরে একের পর এক ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তৃপ্তি। তাই তাঁকে সহজসরল নায়িকার চরিত্রে দর্শক গ্রহণ করবে না বলে মনে করছেন নির্মাতারা। নায়িকার কাজ হাতছাড়া হল, শুধু তা-ই নয়, আপাতত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হচ্ছে ছবির কাজ। খোঁজ চলছে নতুন নিষ্পাপ মুখের?

নির্মাতা সংস্থার সূত্র আরও বলেছে, “তৃপ্তি এই ছবি নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন। এমন একটি প্রেমের গল্পে অভিনয় করার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। ছবির কাজও পিছিয়ে গেল।” খুব সম্ভবত, ফ্রেবুয়ারি মাসে ফের এই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন সেই সূত্র।

তৃপ্তিকে শেষ দেখা গিয়েছে, ‘ভুল ভুলাইয়া ৩’, ‘ভিকি বিদ্যা কা উয়োওয়ালা ভিডিয়ো’ ও ‘ব্যাড নিউজ়’ ছবিতে।

Advertisement
আরও পড়ুন