only fans model

দুষ্টু ভিডিয়ো করে সপ্তাহে ৪৬ লাখ আয় সহকারীর! জানতে পেরে আইনি প্রশ্ন তুললেন মডেল

সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় ব্রাজ়িলিয়ান তরুণী ক্যামিলা আরাউজো তাঁর সহকারীর উপার্জন নিয়ে প্রতিক্রিয়া দেন। সহকারী জুলিয়া ফিলিপ্পোকে ট্যাগ করে তাঁর আয় নিয়ে ইনস্টাগ্রামে প্রশ্ন তোলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১০:১৯
A Brazilian model reacts to her assistant’s earnings on OnlyFans

ছবি: সংগৃহীত।

নিজের থেকে সহকারীর আয় কয়েক গুণ। সেই খবর জানতে পেরে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন ব্রাজ়িলিয়ান মডেল। প্রাপ্তবয়স্কদের প্লাটফর্মে ভিডিয়ো করে সপ্তাহে ৪৬ লাখ টাকা উপার্জন করছেন তাঁরই সহকারী এক তরুণী। সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় ব্রাজ়িলিয়ান তরুণী ক্যামিলা আরাউজো তাঁর সহকারীর উপার্জন নিয়ে প্রতিক্রিয়া দেন। সহকারী জুলিয়া ফিলিপ্পোকে ট্যাগ করে তাঁর আয় নিয়ে ইনস্টাগ্রামে প্রশ্ন তোলেন। সহকারী যে এত আয় করতে পারেন তা নিয়ে খোলাখুলি সন্দেহ প্রকাশ করেন ক্যামিলা। তাঁর থেকে বয়সে ছোট তরুণীর রোজগারের অঙ্ক শুনে প্রতিক্রিয়া গোপন রাখতে পারেননি তিনি।

Advertisement

তিনি ভিডিয়োটি করে লেখেন, ‘‘আমার সহকারী তাঁর নতুন চাকরিতে অনেক কাজ করেছে।’’ তাঁর এই পোস্ট দেখে সমালোচনার ঝড় ওঠে সমাজমাধ্যম জুড়ে। তাতে অবশ্য দমে যাননি। মন্তব্য বিভাগে নেটমাধ্যম ব্যবহারকারীরা আরাউজোর মন্তব্যের সমালোচনা করে বলেন নিজের সহকারীকে ঈর্ষা করছেন ক্যামিলা। এর উত্তরে সমালোচকদের উদ্দেশে তিনি লেখেন, তাঁর সহকারী ফিলিপ্পো এখনও প্রাপ্তবয়স্ক হননি। তার বয়স মাত্র ১২ বলে দাবি করেছেন এই মডেল। পাল্টা জবাবে ফিলিপ্পোর এক ভক্ত লেখেন, ফিলিপ্পো আইনত একজন প্রাপ্তবয়স্ক এবং এই ধরনের প্ল্যাটফর্মে পোস্ট করার সম্পূর্ণ যোগ্য৷ ক্যামিলাকে উদ্দেশ করে এক জন লেখেন, ‘‘আপনি উন্মাদ। আপনি যখন মডেলিং শুরু করেছিলেন তখন ওঁর চেয়ে বেশি উপার্জন করেছেন।’’

অন্য দিকে, যাঁরা ক্যামিলার সঙ্গে এক মত ছিলেন তাঁদের এক জন বলেছেন, ‘‘সত্যিই ফিলিপ্পোকে ১২ বছর বয়সিদের মতো দেখাচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন