Supreme Court Collegium

পটনা হাই কোর্টের প্রধান বিচারপতি বিনোদ চন্দ্রন এ বার সুপ্রিম কোর্টে, সুপারিশ কলেজিয়ামের

পাঁচ বিচারপতির কলেজিয়াম বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায়কে দিল্লি হাই কোর্টে এবং তেলঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি আলোক আরাধেকে বম্বে হাই কোর্টে বদলিরও সুপারিশ করেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ২৩:০০
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পটনা হাই কোর্টের প্রধান বিচারপতি বিনোদ চন্দ্রনকে শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

Advertisement

পাশাপাশি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির কলেজিয়াম বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায়কে দিল্লি হাই কোর্টে এবং তেলঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি আলোক আরাধেকে বম্বে হাই কোর্টে বদলিরও সুপারিশ করেছে।

মোদী সরকার কলেজিয়ামের সুপারিশ মেনে নিলে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা দাঁড়াবে ৩৩। সাংবিধানিক বিধি অনুযায়ী সুপ্রিম কোর্টে সর্বোচ্চ ৩৪ জন বিচারপতিকে নিয়োগ করা যেতে পারে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগ ঘিরে গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে প্রশ্ন তুলছে মোদী সরকার। ওই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করার পর বছর দেড়েক আগে কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরতে হয়েছিল কিরেন রিজিজুকে। এমনকি এ নিয়ে বিতর্ক গড়ায় শীর্ষ আদালতেও। গত কয়েক বছরে বিচারপতি পদে সুপারিশ করা নাম নিয়ে কেন্দ্রীয় সরকারের টালবাহানায় একাধিক বার ক্ষোভও প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

Advertisement
আরও পড়ুন