free offer

ঘরে জমা অতুল সম্পদ! তবু প্রতি দিন সাইকেলে চড়ে বিনামূল্যের খাবার খোঁজেন ৭৫-এর বৃদ্ধ

এক হাজার সংস্থার স্টকে লগ্নি করে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা কামিয়েছেন তিনি। হিরেতো নিজের কর্মজীবন শুরু করেছিলেন শোগি খেলোয়াড় হিসাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ০৭:৫৮
A 75-year-old Japanese man takes advantage of every coupon and free offer

ছবি: সংগৃহীত।

স্টক মার্কেট থেকে কয়েক কোটি টাকা উপার্জন। তা সত্ত্বেও ১০ বছর ধরে বিনামূল্যের কুপন দিয়েই প্রতি দিনের খরচ মেটান জাপানের এক বৃদ্ধ। ৭৫ বছর বয়সি হিরোতো কিরিটানিকে ‘গড অফ ফ্রিবিজ়’ বলে ডাকা হয়। তাঁর মিতব্যয়ী জীবনযাপনের চর্চা সম্প্রতি চিনের সমাজমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। হিরোতোর ৩২ কোটি টাকার সম্পদ রয়েছে। ১০০০টি সংস্থার স্টকে লগ্নি করে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা কামিয়েছেন তিনি। হিরেতো নিজের কর্মজীবন শুরু করেছিলেন শোগি খেলোয়াড় হিসাবে। শেয়ার বাজারে লগ্নি করে তাঁর কপাল খুলে যায়। দ্রুত তিনি লাভের মুখ দেখেন ও কোটি কোটি টাকার মালিক হন।

Advertisement

বিপুল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি খুবই সাদামাঠা জীবন যাপন করতে ভালবাসেন। ঘরে কুবেরের ধন জমা থাকলেও সাধারণ পোশাক পরেন, বিলাসবহুল ব্র্যান্ডের দিকে কোনও ঝোঁক নেই তাঁর। নেই বিলাসবহুল বাড়ি, গাড়িও। সাইকেলে চড়ে ঘুরতে ভালবাসেন হিরোতো। সেই সাইকেলটিও তিনি একটি কুপনের বিনিময়ে কিনেছিলেন বলে জানা গিয়েছে। ২০০৮ সালে স্টক মার্কেটে বিপুল লোকসানের পর তিনি মিতব্যয়ী হওয়ার অভ্যাস শুরু করেন। অর্থ অপচয় যাতে না হয় তাই খাবার, পোশাক এবং বিনোদন-সহ হাজারটিরও বেশি সংস্থা থেকে কুপন সংগ্রহ করা শুরু করেন। এ ছাড়াও বিনিয়োগকারী সংস্থার শেয়ারহোল্ডারদের জন্য বরাদ্দ সুবিধাগুলি নেওয়া শুরু করেন তিনি। প্রতি দিন টোকিয়োর রাস্তায় সাইকেলে চড়ে বিনামূল্যের খাবার সংগ্রহ করতে দেখা যায় তাঁকে। হিরেতো মনে করেন কুপনের মেয়াদ শেষ হতে দেওয়া উচিত নয়। জিমের সদস্যপদ, সিনেমার টিকিট, সওনা পরিষেবা, গানের অনুষ্ঠান এবং এমনকি বাঞ্জি জাম্পিং ও রোলার কোস্টারেও তিনি বিনামূল্যের পরিষেবার সুযোগ নেন।

Advertisement
আরও পড়ুন