ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ঘরের জানলার সামনে পর পর রয়েছে সোফা। কিন্তু সে দিকে যাওয়ার সাহস নেই কারও। ঘরের ছাদ ভেঙে সোফার উপরেই আছড়ে পড়েছে বিশাল অজগর। সোফার উপর ভর দিয়ে আবার পাশের দেওয়ালে ওঠার চেষ্টা করছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘরের সিলিং ভেঙে একটি বিশালাকার অজগর ঝুলে রয়েছে। ঘরে রাখা সোফার উপর ভর করে সে আবার পাশের দেওয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। আঁকশি নিয়ে সেই অজগরের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। কিন্তু এমন পেল্লাই আকারের অজগরকে কী ভাবে বাগে আনবেন তা বুঝতে না পেরে আবার পিছিয়ে যাচ্ছেন তিনি।
২২ নভেম্বর এই ঘটনাটি মালয়েশিয়ার তাইপিং এলাকায় ঘটে। ভিডিয়োয় দেখতে পাওয়া বাড়ির ভিতর হঠাৎ একটি বিশাল অজগর ঢুকে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বাড়িটির কাছে পাম গাছের চাষ হয়। সেখান থেকে ৩ মিটার দীর্ঘ এই অজগরটি ঢুকে পড়ে বাড়ির ভিতর। ঘরের সিলিং ভেঙে নীচে পড়ে যায় অজগরটি।
অজগরটি বাড়িতে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে সাপ উদ্ধারকারীদের খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর দেরি না করে তাঁরা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যান এবং সাপটিকে উদ্ধার করে দূরে নিরাপদ জায়গায় ছেড়ে দেন অজগরটিকে।
ভিডিয়োটি দেখে ভয় পেয়ে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার বাড়িতে এমন ঘটনা ঘটলে আমি ভয় পেয়ে পালিয়ে যেতাম। কিছু দিন ওই বাড়িতে শুতামও না।’’