লোকসভায় পাস হল অভিবাসন বিল ২০২৫। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, অভিবাসন সংক্রান্ত পুরনো সব আইন বাতিল করে তৈরি হবে নতুন আইন। বিল কার্যকর হলেই বিলুপ্ত হবে পাসপোর্ট আইন (১৯২০), রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট (১৯৩৯), বিদেশি নাগরিক আইন (১৯৪৬)। বাতিল হয়ে যাবে স্বাধীনতা পরবর্তী ২০০০ সালের অভিবাসন আইন। সরকার সংসদে জানায় ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত কম করে ৯৮ লক্ষ বিদেশি ভারতে এসেছেন। সংখ্যায় সব চেয়ে বেশি বাংলাদেশিরা। আর এটাই বিজেপি সরকারের চিন্তার কারণ।