রবিবারের বাজার। ঘটনাস্থল ঠাকুরপুকুর। আচমকাই ভিড় বাজারে ঢুকে পড়ে একটি গাড়ি। অভিযোগ, ১০ থেকে ১২ জন পথচারীকে ধাক্কা দেয় গাড়িটি। কয়েক জন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে এক জনের মৃত্যু হয়। চালককে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, বেপরোয়া গতির দায় শুধুই চালকের? তাঁর সঙ্গে বসে থাকা সহযাত্রীর নয়? কী বলছে আইন?