Thakurpur Car Accident

মত্ত হাতে স্টিয়ারিং, বেপরোয়া গতির বলি নিরীহ পথচারী, দায় কি শুধু চালকের? সহযাত্রীর কী শাস্তি

সলমন খান থেকে সিদ্ধান্ত দাস। এক সারিতে নাম। দুইজনেরই গাড়ির বেপরোয়া গতির বলি হয়েছেন নিরীহ পথচারী। দুর্ঘটনার দায় কি একা চালকের?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ২০:৩৪
Advertisement

রবিবারের বাজার। ঘটনাস্থল ঠাকুরপুকুর। আচমকাই ভিড় বাজারে ঢুকে পড়ে একটি গাড়ি। অভিযোগ, ১০ থেকে ১২ জন পথচারীকে ধাক্কা দেয় গাড়িটি। কয়েক জন গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে এক জনের মৃত্যু হয়। চালককে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, বেপরোয়া গতির দায় শুধুই চালকের? তাঁর সঙ্গে বসে থাকা সহযাত্রীর নয়? কী বলছে আইন?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement