“পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায়”, চাকরিহারা ২৫,৭৩৫ জন শিক্ষককে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস। কিন্তু মুখের কথায় কি সমাধান হয়? যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যেতে বলেন তিনি। স্বেচ্ছাশ্রম দিতে বলেন। আর এই স্বেচ্ছাশ্রমের প্রশ্নেই যাবতীয় জটিলতা। ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াই বাতিল। সুপ্রিম নির্দেশে এক লহমায় বাতিল প্রায় ২৬ হাজার মানুষের চাকরি। স্বেচ্ছায় শ্রম বিলির জন্য বেকার শিক্ষকদের কাছে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি লড়াইয়ের কথা বলেছে সরকার। কী করবেন শিক্ষকেরা, কী করবে স্কুল?