ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোরের বেনিয়ন্ত্রিত স্টিয়ারিং প্রাণ কেড়েছে আমিনুর রহমানের। ঘটনায় জখম আরও ৫। জানা গিয়েছে ঘটনার সময় ভিক্টোর গাড়িতে ছিলেন গান্ডু-খ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে ঋ। ছিলেন শ্রিয়া দাস নামের এক কার্যনির্বাহী প্রযোজকও। শনিবার রাতে অভিনেতা আরিয়ান ভৌমিক, কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা এবং ডিওপি ঋভু সিনহাকে নিয়ে সাউথ সিটির লর্ড অব দ্য ড্রিঙ্কসে পার্টি করেন অভিযুক্ত। সেখান থেকে যাওয়া হয় আরিয়ানের জোকার ফ্ল্যাটে। রাতভোর পার্টি করে ফেরার পথেই রবিবার সকালে ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। ওই দিনই গ্রেফতার ঘাতক চালক সিদ্ধান্ত দাস। প্রথমে ঠাকুরপুকুর থানায় নিয়ে যাওয়া হলেও পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় সিদ্ধান্তর সঙ্গীকে। অপরাধীর শাস্তি চেয়ে সরব সৃজিৎ মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্ররা। সনিকা সিংহ চৌহানের মৃত্যুর কথা স্মরণ করিয়ে হতাশা ব্যক্ত করলেন সাহেব ভট্টাচার্য।