আইএসএফের অভিযোগ, সোমবার ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন আইএসএফ কর্মীরা, তখন বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দু’পক্ষের বিরুদ্ধে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠেছে। দু’পক্ষেরই কয়েক জন জখম হয়েছেন বলে দুই দলেরই দাবি।