প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ: অসীম ও প্রিয়ঙ্কর, সম্পাদনা: সুব্রত
রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় আর্থিক তছরূপের তদন্তে নেমেছে ইডি। অভিযোগ দায়ের হয়েছে ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং’ আইন বা পিএমএলএ-তে। এই আইনেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কী এই পিএমএলএ? ‘মানি লন্ডারিং’-ই বা হয় কী ভাবে? আনন্দবাজার অনলাইনের দর্শকদের জন্য সহজ করে বোঝালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনুপ চট্টোপাধ্যায়।