শিবসেনা নেতা ও সাংসদ সঞ্জয় রাউতকে দিল্লিতে একে-৪৭ রাইফেলের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে। এই হুমকি দিয়ে তাঁকে শুক্রবার হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয় বলে অভিযোগ সঞ্জয়ের। পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্তে নেমে ইতিমধ্যেই এক জনকে পুণে থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বছর পঞ্জাবে খুন হন গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা। পুলিশের দাবি, সেই ঘটনার মূল ষড়যন্ত্রী লরেন্স। এর আগে অভিনেতা সলমন খানকেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে জেলবন্দি গ্যাংস্টারের বিরুদ্ধে। সঞ্জয় রাউতের অবশ্য দাবি, তিনি এই হুমকিতে মোটেই বিচলিত নন। যদিও মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করছেন তিনি।