Prosenjit Chatterjee

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ না করলেও কমল হাসনের মতো তৈরি শরীর নিয়ে বাংলা ছবি করতে পারি: প্রসেনজিৎ

‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। এই ছবির হাত ধরে বড় পর্দায় আসছে নতুন জুটি। ঋষভ বসু আর ইপ্সিতা মুখোপাধ্যায়।

প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: সুব্রত ও ঋতুরাজ, সম্পাদনা: সুব্রত

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৮:৪১
Advertisement

এক দিকে ‘দোসর’, অন্য দিকে ‘অটোগ্রাফ’। কখনও ‘গুমনামী’ তো কখনও ‘কাকাবাবু’। প্রায় ৪০ বছরের কর্মজীবনে কোথাও অভিনয়ের খিদে এতটুকুও মরেনি তাঁর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগামী ২৫ নভেম্বর নাকি বিয়ের পিঁড়িতে দেখা যাবে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে। প্রসেনজিৎ নিজেই জানিয়েছিলেন সে কথা। রিয়েল নয়, বরং রিল লাইফেই এই বিয়ে হতে চলেছে। ২৫ তারিখ মুক্তি পাবে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ নামের বাংলা ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ে যেমন মুগ্ধ দর্শক, আবার তেমনই তাঁকে কৌতুক করতেও ছাড়েন না তাঁরা । আর সেই মজাগুলিকেই ফ্রেমবন্দি করেছেন পরিচালক। এই ছবির হাত ধরে বড় পর্দায় আসছে নতুন জুটি। ঋষভ বসু আর ইপ্সিতা মুখোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনের সঙ্গে আলাপচারিতায় উঠে এল অভিনেতা প্রসেনজিতের ইন্ডাস্ট্রি ঘিরে অভিমত। সঙ্গে অভিনেত্রী ইপ্সিতা জুড়লেন প্রসেনজিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement