Rupam Islam

‘বছরের বেস্ট’ সন্ধ্যায় সেরা চমক, বাংলায় ‘জয় হো’ এবং ‘নাটু নাটু’ গাইলেন রূপম

আনন্দবাজার অনলাইন ‘বছরের বেস্ট’ সন্ধ্যায় রূপম ইসলামের গলায় বাংলায় ‘জয় হো’ এবং অস্কারজয়ী ‘নাটু নাটু’, শুনুন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ ১৪:৩২
Advertisement

অস্কারজয়ী ভারতীয় গান ‘নাটু নাটু’, সেটাও আবার বাংলায়? হ্যাঁ, একেবারেই তাই। সৌজন্যে আনন্দবাজার অনলাইন ‘বছরের বেস্ট ২০২২’। জনপ্রিয় ‘জয় হো’ এবং অস্কারজয়ী ‘নাটু নাটু’, দুইয়ের সংমিশ্রণ ঘটিয়ে অপূর্ব শিল্পকর্মের দৃষ্টান্ত রেখেছেন রূপম ইসলাম। ‘বছরের বেস্ট’ সন্ধ্যায় সেই গান গাইলেন বাংলার ‘রকস্টার’। বিগত বছরগুলির মতো এ বারও খেলা, বিনোদন, বিজ্ঞান থেকে শিক্ষা— সমাজের সকল ক্ষেত্রের কৃতীদের পুরস্কৃত করেছে আনন্দবাজার অনলাইন। ‘বছরের বেস্ট ২০২২’ শিরোপায় সম্মানিত হয়েছেন রবি মোদী, তিতাস সাধু, সোমনাথ কুন্ডু, শৌনক সেন, ঋত্বিক চক্রবর্তী, পরীমণি, রনি মজুমদার, স্বাতী গঙ্গোপাধ্যায়, দেবশ্রী ঘোষ, তিমির মল্লিক।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement