Anjan Dutt

‘আমার জানলা দিয়ে গোটা পৃথিবী’, অঞ্জনের কলকাতায় আনন্দবাজার অনলাইন

অঞ্জনের বয়স বাড়ে না, তিনি বেড়ে ওঠেন তাঁর আলোকবৃত্তে। তাঁর শরীরে কলকাতার রাস্তার আঁকাবাঁকা শরীরের আলো। সে আলো চিরকালের।

প্রতিবেদন- স্রবন্তী, চিত্রগ্রহণ- প্রিয়ঙ্কর ও সুব্রত, সম্পাদনা- সুব্রত

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৪:৫৭
Advertisement

পারেননি তিনি কলকাতাকে ছাড়তে। শ্রুতি নাটক 'প্রিয় বন্ধু'-তে 'অর্ণব' চরিত্রের মধ্যে দিয়ে বলেছিলেন এক অঞ্জনের কথা। যে বলে, "আমার মানিকতলা বাড়ির নোনা ধরা দেওয়াল, স্যাঁতস্যাতে কলতলা। আমার মায়ের ছেঁড়া আঁচলের হলুদের গন্ধ। আমি ছাড়তে পারব না।"অন্য দিকে আছে আর এক অঞ্জন। 'মেরি অ্যান', 'স্যামসন' বা 'আলিবাবার শহর' নিয়ে তিনি মত্ত। পার্ক স্ট্রিট, হগ মার্কেট, ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট জুড়ে তাঁর 'কলকাতা'। তাঁর গড়ন এই কলকাতার পথ থেকে পথে। বহুজাতি অধ্যুষিত এই পাড়াগুলো থেকে উঠে আসে তাঁর গানের চরিত্র। আবার পথে নামলেন অঞ্জন। আনন্দবাজার অনলাইনের জন্য। পৌঁছলেন হগ মার্কেটে। 'নাহুমস'-এর কেক ছাড়া বড়দিন কাটে না তাঁর। জানিয়ে দেন, কখনও নিউ মার্কেট ভাঙার প্রস্তাব উঠলে ‘অনশনে বসবেন’ তিনি। তাঁর এই মিশ্র সংস্কৃতির কলকাতায় সকাল দেখেন তিনি ইংলিশ ব্রেকফাস্টের গন্ধে, সন্ধ্যা এলিয়ে পড়ে টুংটাং পেয়ালার শব্দে, যেন হৃদয় কথা বলে ওঠে। কলকাতার মধ্যে লুকিয়ে থাকা আর এক কলকাতাকে পায়ে পায়ে ফিরিয়ে আনলেন তিনি শুধুমাত্র আনন্দবাজার অনলাইনের জন্য।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement