Presidency Jail

২৬ বছরের জেল জীবন শেষে বাড়ি ফিরেও ‘মুক্তি’ পেলেন না অনন্ত হেমব্রম

অনন্তের মুক্তি মানবিক সিদ্ধান্ত নয়, দাবি মনোবিদ বসুন্ধরা গোস্বামীর। মুক্ত কারাগারের প্রস্তাব দিলেন সমাজকর্মী স্মিতা চক্রবর্তী।

প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম, গ্রাফিক: বিজন

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ ২১:০৬
Advertisement

১৯৯৭ সালে বড় ভাই রাম হেমব্রমকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজা প্রাপ্ত হন অনন্ত হেমব্রম। ‘অ্যাডমিনিস্ট্রেটিভ রিলিজ’-এর দৌলতে অবশেষে জেলমুক্তি ঘটে ৯৭ বছরের অনন্তের। জামবনি থানার ইটামারো গ্রামে নিজের বাড়িতে ফেরেন ২ ডিসেম্বর, ২০২২। ৩০২, ৩২৪ ধারায় অভিযুক্ত অনন্ত দীর্ঘদিন মেদিনীপুর সংশোধনাগারে থাকার পরে তাঁকে চলতি বছরের ২২ নভেম্বর কলকাতার প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয়। বর্তমানে প্যারাপ্লেগিয়া রোগে আক্রান্ত অনন্ত চলাফেরাও করতে পারেন না। প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গেছে, এসএসকেএম ও বাঙ্গুর হাসপাতালের চিকিৎসকরা তাঁর চিকিৎসা করেছেন। অনন্ত হেমব্রমের বাড়ি ফেরায় খুশি নয় তাঁর পরিবার। বরং চিকিৎসার বিপুল খরচ কীভাবে সামলাবেন তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। এই অবস্থায় অনন্তের মুক্তি মানবিক সিদ্ধান্ত নয়, দাবি করলেন মনোবিদ বসুন্ধরা গোস্বামী। সমাজকর্মী স্মিতা চক্রবর্তী প্রস্তাব দিলেন মুক্ত কারাগারের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement