Pori Moni

স্বামী শরিফুল রাজের গোপন পরকীয়া ফাঁস করে, স্বামীর বর্তমান প্রেমিকাকে সতর্ক করলেন পরীমণি

পরীমণি অনেক দিন ধরেই জানতেন তাঁর স্বামী শরিফুল রাজ অভিনেত্রী মিমের প্রেমে পড়েছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৮:৪৪
Advertisement

পরীমণি এবং শরিফুল রাজ বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রিয় জুটি। সম্প্রতি বাংলাদেশের এক সংবাদকর্মী প্রশ্ন করেছিলেন, ‘‘আপনাদের সংসারজীবন কেমন লাগে?’’ প্রশ্নের উত্তরে পরীমণি বলছিলেন, ‘‘যদি সুখ থাকে তা হলে...”। পরীমণির উত্তর শেষ হওয়ার আগে তাঁর কপালে চুমু এঁকে রাজ বলেছিলেন, ‘‘এমন লাগে।” পরীমণির মতো খোলামেলা মানুষ এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন অস্পষ্ট ভাবে। কেন? পরীমণি অনেক দিন ধরেই জানতেন তাঁর স্বামী শরিফুল রাজ অপর অভিনেত্রী মিমের প্রেমে পড়েছেন। মিমের সঙ্গে শরিফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন ইঙ্গিত পরীমণি আগেও দিয়েছিলেন। এর আগেও ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারের সময় দুজনের হাত ধরাধরি নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন পরীমণি। মিমকে ট্যাগ করে বলেছিলেন তিনি যেন নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকেন। চলচ্চিত্রের পর্দায় মিমের সঙ্গে শরিফুল রাজের প্রেমের সম্পর্ক সবাই দেখেছেন। ‘পরাণ’ ও ‘দামাল’-এ তাঁদের জুটি দর্শক গ্রহণও করেছেন। পর্দায় এই জুটির সাফল্যের গল্প চলছিল যখন, ঠিক তখনই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে আভাস দিলেন পরীমণি।তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মিম ও রাজ কেউ কিছুই বলেননি। স্বামী রাজকেও ছাড়েননি পরীমণি। স্বামীকে সমাজমাধ্যমেই লিখলেন, “এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার।” বছরের শুরুতেই বিয়ের খবর দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা। অন্য দিকে ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে শরিফুল আর পরীমণির প্রেম হয়। গত বছরের অক্টোবরে গোপনে বিয়ে সেরেছেন তাঁরা। চলতি বছরের ১০ অগস্ট পরীমণির পুত্রসন্তান হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement