ভাঙড় আছে ভাঙড়েই। নেপথ্যে জমি মাফিয়া, আর সিন্ডিকেট-চক্র। কোটি কোটি টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে শাসকের গোষ্ঠীকোন্দল। বছরের শুরুতেই শিরোনামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। এক দিকে ক্যানিং দক্ষিণের বিধায়ক শওকত মোল্লা। উল্টো দিকে এক সময়ের তাজা নেতা আরাবুল ইসলাম। দুই নেতার অনুগামীদের ভিতর ধন্ধুমার। গাড়ি ভাঙচুর, হামলা। থানায় অভিযোগ দায়ের। হিডকো যখন অধিগ্রহণ করে এক কাঠা জমির দাম ছিল ৬ থেকে ৯ হাজার টাকা। এখন সেটা ২০ থেকে ৩০ লক্ষ হয়েছে। সূত্রের খবর, যে দুষ্কৃতীরা এক সময় আরাবুলের দলে ছিলেন, তাঁরাই এখন শওকত মোল্লার শিবিরে ভিড়েছেন। এরই মধ্যে তৈরি হয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। যার লাগোয়া জমির লেনদেন নিয়ে যাবতীয় গোলমালের সূত্রপাত।
কাছেই সিলিকন ভ্যালি। ইনফোসিস। কয়েক কিলোমিটারের মধ্যে শহর কলকাতা। এ’রকম একটা ভৌগলিক অবস্থানের মধ্যে বারবার অশান্ত ভাঙড়। জমি মাফিয়াদের দৌরাত্ম্যের খবর কি শাসকের শীর্ষ নেতৃত্ব জানেন না?