৯৭-তে থামল চাকা, উঠেই গেল হুগলির ‘লাইফ লাইন’ ৩ নম্বর বাস
তিন নম্বর রুটের শেষ বাসটির ১৫ বছরের মেয়াদ ফুরোবে ২০২৬-এ। এখন ডিপোতে পড়ে রয়েছে সেই বাস।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ২০:৩৭
Advertisement
সকলের অগোচরে একদা হুগলি জেলার লাইফলাইন বলে পরিচিত প্রায় শতাব্দী প্রাচীন ৩
নম্বর বাসের যাত্রা ফুরিয়ে গেল। পরিবহণ দফতরের গাফিলতিতেই বন্ধ হয়ে গেল বহু পুরনো
তিন নম্বর রুটে বাস চলাচল। বাস মালিকদের অন্তত তেমনই অভিযোগ।