৯ অগস্ট আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ের চারতলায় সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। প্রথমে কলকাতা পুলিশ এবং পরে সিবিআই তদন্ত শেষে এখন সাজার অপেক্ষা। ঘটনার নেপথ্যে একজন না কি একাধিক অপরাধী? তদন্তে একমাত্র সিভিক ভলান্টিয়ারের নাম। কিন্তু ফরেনসিক রিপোর্ট, ময়না তদন্ত রিপোর্ট, ডিএনএ ম্যাচিং করার পর উঠে এসেছে একাধিক প্রশ্ন। যার উত্তর এখনও অজানা। কোনও রিপোর্টে সব কিছু স্বচ্ছ ভাবে বলা নেই। আর তাতেই বাড়ছে সন্দেহ। প্রশ্ন তুললেন বিশেষজ্ঞেরা।