শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘পাটালীগঞ্জের পুতুল খেলা’। মুখ্য চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়, সোহম মজুমদার, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং রজতাভ দত্ত। দম বন্ধ থেকে দম ফাটা হাসির দুনিয়া— ছবি নিয়ে আড্ডায় দিতিপ্রিয়া-সোহম। আনন্দবাজার অনলাইনকে শোনালেন প্রেম আর অপ্রেমের কথা।