ISCKON

‘৩০, ৪০ বছরে এমন নির্যাতন হয়নি’, ইস্কনের উপর আক্রমণ, কেমন আছে হিন্দুরা? সরেজমিনে আনন্দবাজার অনলাইন

ইস্কন নিষিদ্ধ করার দাবি খারিজ করে বাংলাদেশ হাইকোর্ট। অন্তর্বতী সরকারও ইসলামী সংগঠনগুলির এই দাবিকে এক প্রকার নস্যাৎ করে দেয়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ২০:১৪
Advertisement

হাসিনা পরবর্তী বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি। কৃষ্ণপ্রেমের ধ্বজাধারীদের নিশ্চিহ্ন করে ফেলতে রীতিমতো রাস্তায় নামে হেফাজতে ইসলাম, ছাত্র শিবিরের মতো সংগঠন। আদালতে মামলাও হয়। দাবি করা হয়, ইস্কন না কি মৌলবাদী সংগঠন! বিশ্বে সাড়ে আটশোর উপর মন্দির। ৬ উপমহাদেশে উজ্জ্বল উপস্থিতি। আজ়ারবাইজান, উজবেকিস্তান, পাকিস্তানের মতো মুসলিম প্রধান দেশেও রয়েছে সংগঠন। বাংলাদেশে ছোট, বড় মিলিয়ে রয়েছে একশোর বেশি মন্দির। সেই ইস্কন— কে নিষিদ্ধ করার দাবি খারিজ করে বাংলাদেশ হাইকোর্ট। অন্তর্বতী সরকারও ইসলামী সংগঠনগুলির এই দাবিকে এক প্রকার নস্যাৎ করে দেয়।

Advertisement

পরিস্থিতি বদলাচ্ছে। বদলাচ্ছে বাংলাদেশও। কোন বাস্তবতায় দাঁড়িয়ে দেশ? বাংলাদেশে কেমন আছেন হিন্দুরা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement