বছরের শুরু থেকেই ইংল্যান্ডের রাজনীতিতে তোলপাড়। সৌজন্যে শিশু নির্যাতনকারী ‘গ্রুমিং গ্যাং’। অভিযুক্তদের অধিকাংশই পাক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। কনজ়ারভেটিভ দলের পাশাপাশি লেবার পার্টির সরকারের সমালোচনায় ইলন মাস্ক, জেকে রাউলিংও। ‘ধর্ষকদের দলে’র বাড়বাড়ন্তের নেপথ্যে স্টার্মারের অপদার্থতা, দাবি মাস্কের।