দুর্নীতির মাসুল গুণতে হল কয়েক হাজার চাকরিপ্রার্থীকে। পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে, নিজেদের যোগ্যতায় যাঁরা চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছিলেন, শিক্ষা প্রশাসনের দুর্নীতির কারণে তাঁদের ভবিষ্যৎ আজ অনিশ্চিয়তার শঙ্কায় এলোমেলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে এক বিরাট ধাক্কা। কেননা সুপ্রিম কোর্টের রায়ে দু’হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল। হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ার কোনও কারণ খুঁজে পায়নি দেশের শীর্ষ আদালত। আদালতের বক্তব্য, গোটা নিয়োগ প্রক্রিয়াই দুর্নীতির জালে জড়ানো। দুধ আর জল আলাদা করে যোগ্য অযোগ্য বাছাই এক কথায় অসম্ভব।