Stree 2

‘স্ত্রী টু’: কলকাতায় এসে মুণ্ডু কাটা ভূতের গল্প শোনালেন রাজকুমার, ‘ভয়ে কাঁটা’ শ্রদ্ধা!

১৪ অগস্ট মুক্তি পাচ্ছে 'স্ত্রী টু'। ছবির প্রচারে কলকাতায় রাজকুমার রাও এবং শ্রদ্ধা কপূর।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৪ ২২:০১
Advertisement

মধ্যপ্রদেশের চান্দেরি গ্রামের গল্প। যেখানে এক রাগী মহিলার আত্মা পুরুষদের বেমালুম গুম করে দিত। বিপদ থেকে বাঁচতে চান্দেরি গ্রামের দরজায় দরজায় রক্ত দিয়ে লেখা থাকত ‘ও স্ত্রী কাল আনা’। ভয় এতটাই ছিল, যে রাত দশটার পর কোনও পুরুষ একা বাড়ি থেকে বেরোতেন না। এই চিত্রনাট্যের মধ্যেই গল্পে অনুপ্রবেশ ঘটে রাজকুমার রাওয়ের। চরিত্রের নাম ভিকি। এই ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে অভিনয় করেন শ্রদ্ধা কপূর। তিনিই ছিলেন ‘ফিমেল লিড’। ছবিতে শ্রদ্ধার চরিত্রের কোনও নাম ছিল না। ২৫ কোটির এই ছবি বক্স অফিসে ব্যবসা করেছিল ১৮০ কোটি টাকা। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কপূর— ২০১৮ সালের সেই জুটিই ফিরছে। ১৪ অগস্ট ২০২৪, মুক্তি পাচ্ছে ‘স্ত্রী পার্ট টু’। ছবির প্রচারে কলকাতায় তারকা জুটি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement