কেন গভীর রাতে সইফের বাড়িতে আততায়ী? শুধুই চুরির উদ্দেশে? না কি অন্য কারণ?
স্বামী সইফের শিরদাঁড়া ভেদ করে ছুরি, নিরাপত্তা বাড়ল করিনা কাপুরের।
আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৮:১৪
Advertisement
বুধবার মাঝরাতে বান্দ্রার বাড়িতে আক্রান্ত সইফ আলি খান। তোলপাড় বলিউড। তবে এই প্রথম নয়। বলিউড সেলেবদের উপর আক্রমণ আগেও হয়েছে। তালিকায় টি সিরিজের মালিক থেকে সলমন, শাহরুখ, রাকেশ রোশনও।