‘ছেলের দুর্ঘটনার দিন ভুলে যেতে চাই, সে দিন সিটবেল্ট পরে না থাকলে…’
ডিপ্রেশন কাটাতে নিজের সঙ্গে নেগোশিয়েট করতে হয়, মনে করেন শিলাজিৎ। সেই সময়ে ‘প্রেম পায় না’, মত তাঁর।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৪ ১৫:৪১
Advertisement
তিনি গায়ক, নায়কও বটে। অভিনেতা হিসাবে শিলাজিতের দ্বিতীয় ইনিংস শুরু হলেও, আদপে নিজেকে তিনি গান তৈরির কারিগর হিসাবেই সকলের সামনে মেলে ধরতে চান। আনন্দবাজার অনলাইনের চটজলদি প্রশ্নের মুখোমুখি শিলাজিৎ মজুমদার।