Farmers Protest

ট্র্যাক্টর যেন সাঁজোয়া গাড়ি, দিল্লি ঢুকতে মরিয়া ১৪ হাজার কৃষক, সংঘর্ষ পুলিশের সঙ্গে

হরিয়ানা-পঞ্জাবের সীমানায় কৃষক-নিরাপত্তা বাহিনী সংঘর্ষ। ‘দিল্লি চলো’ কর্মসূচিতে রাজধানী ছোকার চেষ্টায় মরিয়া আন্দোলনকারী কৃষকেরা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৮
Advertisement

ফের পঞ্জাব-হরিয়ানার সীমানা পেরিয়ে রাজধানীতে ঢোকার চেষ্টা আন্দোলনকারী কৃষকদের। বুধবার প্রায় ১৪ হাজার কৃষক শম্ভু সীমানা পার হতে গেলে পুলিশ ও আধাসেনার সঙ্গে সংঘর্ষ বাধে। আন্দোলনকারীদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পাল্টা, ট্র্যাক্টরগুলিকে ‘অস্থায়ী ট্যাঙ্কে’র মতো ঢাল বানিয়ে সীমান্ত পেরোনোর চেষ্টা করছেন কৃষকেরা।

Advertisement

কেন্দ্রীয় সরকার বার বার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে ‘সমাধান’ খোঁজার চেষ্টা করেছে। কিন্তু পাঁচ বার বৈঠকে বসেও কোনও রফাসূত্র বার হয়নি। বুধবার ফের এক বার আন্দোলনকারীদের বৈঠকে বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement