Durga Puja 2024

গ্রামবাংলার হারিয়ে যাওয়া শিল্প মাদুর, সেই শিল্পই এ বার পুজোর থিমে

পশ্চিম পুটিয়ারির পল্লী উন্নয়ন সমিতি তাদের এ বছরের থিম ‘কথা’। জাতীয় পুরস্কার প্রাপ্ত মাদুরশিল্পী পুষ্পরানি জানাকে সম্মান জানাতেই এই থিম বেছে নিয়েছেন পুজোর উদ্যোক্তারা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ১৬:০৯
Advertisement

শিল্পী সোমনাথ তামলি পশ্চিম মেদিনীপুরের গ্রাম থেকে সেখানকার শিল্পীদের দিয়ে তৈরি করিয়েছেন অজস্র মাদুর। পুজোর সময় সেই মাদুরশিল্পীরা মণ্ডপে এসে মাদুর কী ভাবে তৈরি হয়, সেখানে কী ভাবে নানা অলংকরণ করা হয় সে গুলিও হাতেকলমে দেখাবেন দর্শনার্থীদের। এ ছাড়া জাতীয় পুরস্কার প্রাপ্ত পুষ্পরানি জানাকেও সম্মান জানানো হবে পুজোমণ্ডপেই। পুষ্পরানির জীবনযুদ্ধের কাহিনি বর্ণনা করা হবে প্রোজেক্টরের মাধ্যমে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement