Assembly Election 2024

বুথফেরত সমীক্ষাকে ব্যর্থ করে হরিয়ানায় হ্যাটট্রিক বিজেপির, কাশ্মীর দখল কং-এনসি-সিপিএম জোটের

বুথফেরত সমীক্ষার ইঙ্গিত ছিল, হরিয়ানায় এ বার বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। আর ফলাফল বলছে, হয়েছে তার উল্টো। অন্য দিকে, জম্মু-কাশ্মীরে ইন্ডিয়া ব্লক সরকার গড়তে চলেছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ২১:৩৩
Advertisement

লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়েছিল বুথফেরত সমীক্ষা। হরিয়ানা বিধানসভা ভোটে দেখা গেল, এ বারও ফেল করেছে বুথফেরত সমীক্ষার দাবিদাওয়া। সমীক্ষা যেখানে বলেছিল, হরিয়ানায় এক দশক পর ক্ষমতায় ফিরবে কংগ্রেস, সেখানে ফল হল ঠিক উল্টো। হরিয়ানায় হ্যাটট্রিক করল বিজেপি, মুখ চুন জয়ের আগাম আনন্দে মাতোয়ারা কংগ্রেসের। যদিও মান রেখেছে জম্মু-কাশ্মীর। সেখানে কল্কে পায়নি বিজেপি, ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেসের জোট সেখানে সরকার গড়তে চলেছে। তাৎপর্যপূর্ণ হল, কুলগাম থেকে এ বারও জয়ী হয়েছেন উপত্যকার সিপিএম নেতা এমওয়াই তারিগামি। হরিয়ানার জুলানা থেকে জিতেছেন কংগ্রেসের তারকা প্রার্থী বিনেশ ফোগাটও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement