Durga Puja 2024

কবিগুরুর সুরই দুর্গাবন্দনার নৈবেদ্য, মণ্ডপ জুড়ে খেলা করছে রবি-গানের ছন্দ

বেহালা ফ্রেন্ডস সর্বজনীন দুর্গোৎসবের এ বছরের থিম ‘মঙ্গলালোকে’।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ১৫:০৮
Advertisement

সত্য ও সুন্দরের উপস্থাপনা দিগন্তে উদ্ভাসিত যে সত্তা, বিশ্বজগৎ মুখরিত তারই কামনায়। আনন্দলোকে, মঙ্গলালোকে গানের লাইনই উঠে আসছে মণ্ডপসজ্জায়। যেখানে বলা হয়েছে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্বজগৎ মণিভূষণ, বেষ্টিত চরণে। মণ্ডপের ভিতরে শিল্পী বিশ্বনাথ দে ফুটিয়ে তুলেছেন এই গানের লাইনকেই, শিল্পকর্মের নানা নিদর্শনের মাধ্যমে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement