Gautam Adani in bribery case
এখনও কেন গ্রেফতার নন আদানি? বিস্মিত রাহুল, মোদীকে এক সূত্রে গেঁথে তুমুল আক্রমণ বিরোধীদের
আমেরিকার আদালত ঘুষকাণ্ডে অভিযুক্ত করেছে শিল্পপতি গৌতম আদানি-সহ কয়েক জনকে। তা নিয়েই তোলপাড় ভারতের রাজনীতি। আদানি কাণ্ডে সরাসরি মোদীকে নিশানা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ২০:২১
আমেরিকার আদালত ঘুষকাণ্ডে অভিযুক্ত করেছে শিল্পপতি গৌতম আদানি-সহ কয়েক জনকে। তা নিয়েই তোলপাড় ভারতের রাজনীতি। আদানি কাণ্ডে সরাসরি মোদীকে নিশানা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)