ছোটবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা। ‘মৃত্তিকা’ ব্যান্ডের অংশ ছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী হলেও গানের প্রতি আলাদা ভালবাসা ছিল। কেরিয়ার গড়তে ছুটেছিলেন মুম্বই। প্রথমে ‘স্ক্র্যাচ’ গাইতে শুরু করেন। এর পর এক এক করে আসতে থাকে অফার। রানি মুখোপাধ্যায়, সঞ্জয় লীলা বনসালির সঙ্গে কাজের সুযোগ পাওয়ার পর ‘স্ত্রী ২’ ছবির গান তাঁকে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। তমান্না ভাটিয়ার নাচে মঞ্চ মাতানোর পাশাপাশি তাঁর কণ্ঠস্বরের প্রশংসা ছড়িয়ে পড়ে দিকে দিকে। কতটা বদলেছে তাঁর জীবন, জানালেন মধুবন্তী।