Amritsar Golden Temple

স্বর্ণমন্দিরে অকালি নেতা সুখবীর বাদলকে লক্ষ্য করে গুলি! শান্ত পঞ্জাবে কি আবার ফিরছে হিংসা?

অকাল তখ্‌ত তাঁকে সাজা শুনিয়েছে। সাজা খাটতে মঙ্গলবারের পর বুধবাও স্বর্ণমন্দিরে গিয়েছিলেন অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল। সেখানে পাহারা দেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৬
Advertisement

বুধবার সকালে অমৃতসরের স্বর্ণ মন্দির-গেটে তুলকালাম। ‘তঙ্খাইয়া’ বা ধর্ম অবমাননায় দোষী বাদল। সাজা হিসাবে, কী কী দোষ করেছেন তা প্ল্যাকার্ডের মতো গলায় ঝুলিয়ে রাখতে হয়। সেবাদারের নীল পোশাক পরতে হয়। স্বর্ণ মন্দিরে শৌচাগার সাফাই, পাহারাদারির মতো কাজ করতে হয় অপরাধীকে। সেই মতোই কাজ করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল। সে সময়ই আচমকা আততায়ীর গুলি। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বাদল। হামলাকারীকে ধরে ফেলে জনতা। কিন্তু কেন এই হামলা?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement