Lok Sabha Election

বিহারে ভাঙল লালুর রেকর্ড, দেশ পেল ২৫ বছরের সাংসদ, জানেন প্রবীণতম জনপ্রতিনিধি কে?

লালু প্রসাদ যাদবের রেকর্ড ভেঙে বিহার থেকে দেশের সর্বকনিষ্ঠ সাংসদ হলেন শম্বভী চৌধুরী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ১৮:৪৯
Advertisement

৭ দফার নির্বাচন শেষে ফল ঘোষণা। ৪ জুনের তারিখের ফলাফলের পর দেশ পেতে চলেছে নতুন সংসদ। সরকার গড়ার দিকে এক পা এগিয়ে এনডিএ, তবে এ বারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি। এ দিকে, কংগ্রেস-সহ বিরোধীদের ফলে উচ্ছ্বসিত ‘ইন্ডিয়া’। কী হবে আগামীর সমীকরণ, চলছে জোর জল্পনা। তবে নিশ্চিত অঙ্কে বিহার থেকে দেশ পাচ্ছে দেশের নবীনতম সাংসদ। সমস্তিপুর থেকে জয়ী হয়ে সর্বকনিষ্ঠ সাংসদ হচ্ছেন প্রয়াত রামবিলাস পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি-র নেত্রী শম্বভী চৌধুরী। অন্য দিকে, প্রবীণতম সাংসদ হচ্ছেন অশীতিপর ডিএমকে প্রার্থী টিআর বালু।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement