সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য কমিশন গঠন করা হয়। যার মেয়াদ হয় সাধারণত ১০ বছর। প্রথম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি চাকুরেরা ন্যূনতম ৫৫ টাকা পেতেন প্রতি মাসে। বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক ২ হাজার টাকা। সপ্তম বেতন কমিশনে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর ন্যূনতম বেতনের অঙ্ক বেড়ে দাঁড়ায় ১৮ হাজার টাকা।