বোমায় উড়েছে জোড়া কব্জি, দৃষ্টিও ক্ষীণ, বিভীষিকা কাটিয়ে প্রথম বার ভোট দেবেন ঝুম্পা
১ জুন জীবনে প্রথম বার ভোট দেবেন হাসনাবাদের ঝুম্পা বাড়ুই।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০২৪ ২২:০০
Advertisement
সুতলি বোমা বিস্ফোরণে উড়েছে হাতের কব্জি। হারিয়েছেন চোখের দৃষ্টিও। এত দিন ভোটার কার্ডই ছিল না। জীবদ্দশায় এই প্রথম ভোট দিতে চলেছেন বছর তেইশের ঝুম্পা বাড়ুই। কী তাঁর দাবি, কী তাঁর চাওয়া পাওয়া? বিশেষ প্রতিবেদন আনন্দবাজার অনলাইনে।