Sandeshkhali Incident

শিবু-উত্তমের পর ক্ষোভের নিশানায় অজিত মাইতি, ‘বিজেপির চক্রান্ত’, বলছেন শাহজাহান-ঘনিষ্ঠ

সন্দেশখালির তৃণমূল নেতা দাবি করছেন, বিজেপির চক্রান্তেই তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে গ্রামবাসীদের একাংশ, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তাঁর ভেড়ির আলাঘরে।

প্রতিবেদন: রিঙ্কি ও সৌরভ, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
সন্দেশখালি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১২
Advertisement

শুক্রবারেও ক্ষোভের আগুনে পুড়ল সন্দেশখালি। বেড়মজুর কাছারিপাড়ায় স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতির ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুর চালানো হয় তাঁর বাড়িতেও। তিনি শাহজাহান-শিবুর ‘অনুগামী’ বলে স্বীকার করে নিচ্ছেন অজিত। তাঁর দাবি, তিনি তৃণমূল করেন বলেই বিজেপির পরিকল্পনায় তাঁর বাড়ি, আলাঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ। তবে গ্রামবাসীদের একাংশের দাবি, শিবু-উত্তমের ঘনিষ্ঠ অজিতও জোর করে জমি দখল করা বা নোনাজল ঢুকিয়ে চাষজমি নষ্ট করার মতো কাজে সিদ্ধহস্ত ছিল। এ সব অভিযোগই জোর গলায় অস্বীকার করেছেন তৃণমূল নেতা।

Advertisement

উত্তেজনা প্রশমনে অজিত মাইতির বাড়িতে পৌঁছন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। দু’পক্ষের অভিযোগ পেলে অজিত এবং তাঁর বাড়িতে ভাঙচুর চালানো ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement